সন্ত্রাসবাদ আমাদের সকলের উদ্বেগের বিষয়। সৌদি আরব ভারত ও অন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে এবিষয়ে সহযোগিতা করবে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ বিবৃতিতে একথাই জানালেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন।
তিনি আরও জানান, আমাদের সকলের কাছে সন্ত্রাসবাদ উদ্বেগজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদকে সমর্থন করার কোনও প্রশ্নই নেই। সন্ত্রাসবাদকে যারা মদত জোগাচ্ছে তাদের চাপে রাখা হবে।
পাশাপাশি, মাসুদ আজাহারকে রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি তকমার দাবি জানাবে ভারত। দ্বিপাক্ষিক আলোচনায় উঠে এসেছে এই প্রসঙ্গও। এদিন দু’দেশের মধ্যে বিনিয়োগ, পর্যটন, তথ্য ও সম্প্রচার সম্পর্কিত মোট পাঁচটি মউ সাক্ষর হয়।
প্রসঙ্গত, পাকিস্তান সফর শেষে আজই ভারতে আসেন সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Be the first to comment