মাসানুর রহমান,
অনেক জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। আজ বিকেলে বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কিন্তু এই ইস্তফাপত্রের মধ্যে দিয়েই তিনি সুস্পষ্টভাবে তাঁর বক্তব্য প্রকাশ করেছেন। ইস্তফাপত্রের শেষ লাইনে সব্যসাচী লিখলেন, “আমারে দাবায়ে রাখতে পারবা না।”
এছাড়াও সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি জানান “রাজারহাট-গোপালপুরে বেআইনি নির্মাণ হয়েছে। জলাভূমি ভরাট হয়েছে। আমি একের পর এক চিঠি লিখেছি সরকারের একেবারে উপরতলাকে। কিন্তু কোনও কর্ণপাতই করা হয়নি।”
দু’পাতার ইস্তফাপত্রের শেষের আগের প্যারাগ্রাফে সব্যসাচী লিখেছেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ নতুন করে বাংলায় জনপ্রিয় হয়েছে। আমিও ওই মুক্তযুদ্ধের একটি জনপ্রিয় স্লোগান বলে এই ইস্তফাপত্র শেষ করছি। তা হল, “আমারে দাবায়ে রাখতে পারবা না।”
Be the first to comment