আজ ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে, অভিষেকের সভার পাল্টা আক্রমণ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, “কে গুন্ডা আমরা তা পঞ্চায়েত নির্বাচনেই দেখেছি। অভিষেক ৭ কোটি টাকার বাড়িতে থাকে, কনভয়ে ২৫টা গাড়ি ও আরও অনেক কিছু থাকে তাই কে মাফিয়া বোঝাই যাচ্ছে। হতাশা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে এসব বলছেন। ভাইপো তো লোকে আদর করে বলে। আমি খোকাবাবু বলছি। উনি কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই আছেন”।
তিনি আরও বলেন, “যে লোকেরা পার্টির জন্য প্রাণ দিল তারা আজ ব্রাত্য আর উনি কোলে চড়ে এসে সাংসদ হয়ে গেলেন। বিগত ১০ বছরে প্রাইভেট প্রপাটি বানানো হয়েছে। বাসিন্দাদের কালিঘাট থেকে বের করে জায়গা দখল করা হয়েছে। আমাকে গুন্ডা, মস্তান বলা হয়েছে। আমি সবে গুন্ডামি শুরু করেছি। গুন্ডামির কিছুই দেখেননি এখনও। অভিষেকের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে কিনা তা আইনজীবীরা দেখছেন। তবে ক্ষমতায় এসে এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয়। মানুষ সব দেখছেন ও বুঝছেন”।
Be the first to comment