
অমৃতা ঘোষ (২৩ জুলাই ) :-
আয়করের ক্ষেত্রে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন আয়কর পরিকাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হল।
আয় কর ছারের ক্ষেত্রে অর্থমন্ত্রী ঘোষণা করলেন
১. 0 থেকে ৩ লক্ষ পর্যন্ত বছরে আয় করলে কোনো কর দিতে হবে না।
২. ৩ লক্ষ থেকে ৭ লক্ষ পর্যন্ত বাৎসরিক আয়কর ধার্য হবে ৫%
৩. বাৎসরিক আয় ৭ লক্ষ থেকে ১০ লক্ষ হলে কর ধার্য হবে ১০ %
৪. ১০ থেকে ১২ লক্ষ হলে দিতে
হবে ১৫ %
৫. ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ বাৎসরিক আয় হলে দিতে হবে ১৫%
৬. এবং বছরে আয় যদি ১৫ লক্ষের বেশি হয় তাহলে দিতে হবে ৩০ শতাংশ হারে কর।
নতুন বাজেট অনুযায়ী ১৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন কর প্রদানকারী কর্মজীবীরা।
Be the first to comment