আবারও রাজ্যকে বিঁধে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার রাজ্যে আরও কেলেঙ্কারির আশঙ্কা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। সেই আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ জন-প্রতিনিধিদের সতর্ক করে দিয়েছেন রাজ্যপাল। কয়েকটি রিপোর্ট হাতে পেয়েই নাকি রাজ্য়ে আরও এক কেলেঙ্কারির আশঙ্কা করছেন ধনখড়। বৃহস্পতিবার সকালে একটি টুইটে তিনি এমনই জানিয়েছেন।
বৃহস্পতিবার টুইটে রাজ্যপাল জানান, সম্প্রতি তাঁর হাতে আসা বেশ কিছু রিপোর্ট থেকেই তিনি রাজ্যে আবারও একটি দুর্নীতির আশঙ্কা করছেন। রাজ্যের জন প্রতিনিধিরা যাতে সেই দুর্নীতিতে জড়িয়ে না পড়েন সেই কারণেই আগেভাগেই বিষয়টি নিয়ে তাঁদের সতর্ক করে দিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এবিষয়ে আলাদা করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ধনকড়।
নাগরিক স্বার্থে সব ধরনের দুর্নীতির উপর ‘সার্জিকাল স্ট্রাইক’ জরুরি বলেও এদিন টুইটে সওয়াল করেছেন রাজ্যপাল। এদিন টুইটে রাজ্যপাল আরও বলেছেন, ‘মানুষের সেবার কাজই অগ্রাধিকার পাওয়া জরুরি। অসাধু উপায়ে কোনধরনের স্বজন-পোষণা চলবে না। সব ক্ষেত্রেই স্বচ্ছ্বতা বজায় রেখে চলতে হবে।
তবে ঠিক কোন দুর্নীতির আশঙ্কা তিনি করছেন, টুইটে তা এদিন স্পষ্ট করেননি রাজ্যপাল জগদীপ ধনকড়। শুধুমাত্র আশঙ্কার উপর ভিত্তি করেই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করেছেন ধনকড়। এরই পাশাপাশি সব জন প্রতিনিধিদেরও সতর্ক করে দিয়েছেন।
Be the first to comment