আরজি করের ঘটনার তীব্র নিন্দা করে পুলিশি ময়না তদন্তের প্রতি কড়া নজর দেওয়ার দাবি করেছেন অভিনেত্রী অপর্ণা সেন

Spread the love

অমৃতা ঘোষ:-

আরজি করের তরুণী ডাক্তার এর ধর্ষনের ও খুনের ময়নাতদন্ত ছাড়াই পুলিশ কীভাবে ওই ছাত্রীর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলেছিল, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মৃত ছাত্রীর পরিবার ও আন্দোলনকারী পড়ুয়ারা। এবার সেই একই দাবি নিয়ে সকলের সামনে সরব হলেন ‘দা রেপিস্ট’ ছবির পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন ও সমাজের আরো বিশিষ্টজনেরা।

বিভাস চক্রবর্তী, কবীর সুমন, কৌশিক সেন, সুজাত ভদ্র, তরুণ মণ্ডল সহ সমাজের বিশিষ্টজনেরা অপরাধীর এই পাশবিক নির্যাতনের কঠোর শাস্তি দাবি করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার দাবি তুলে তারা পড়ুয়াদের আন্দোলনকে স্বাগত জানিয়েছেন।

অভিনেত্রী অপর্ণা সেন বলেন, “কর্মস্থলে এভাবে একজন ডাক্তারি পড়ুয়াকে খুন করা হল। তারপরেও কীভাবে পুলিশ এতটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে? রক্তমাখা দেহ দেখেও পুলিশ কীভাবে আত্মহত্যার কথা বলেছিল? তবে কি কাউকে আড়াল করা হচ্ছে?”

তিনি আরও বলেন, “ঘটনায় পুলিশের ভূমিকাও সন্দেহের উর্ধে নয়। তাই পুলিশের ভূমিকাও খতিয়ে দেখতে হবে।” একই বক্তব্য বিভাস, সুমনদের! তাঁদের কথায়., “ঘটনায় পুঙ্খানুুপুঙ্খ তদন্ত করতে হবে। কাউকে যেন আড়াল না করা হয়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*