আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব CISF-এর হাতে তুলে দিল সুপ্রিমকোর্ট

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনা। তারই মধ্যে ১৪ আগষ্ট মধ্যরাতে হাসপাতালে হামলার ঘটনায় উত্তাল গোটা দেশ। মঙ্গলবার শুনানির শুরুতেই ঘটনার ভয়াবহতার কথা উল্লেখ করে উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালতও। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীকে। দেশের উচ্চ আদালতের নির্দেশ পেয়েই মঙ্গলবারই হাসপাতালে পৌঁছয় সিআইএসএফ।
মঙ্গলবার শুনানির সময়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ৭০০ রেসিডেন্ট ডাক্তারের মধ্যে বেশিরভাগই নিরাপত্তার অভাব বোধ করায় জন্য চলে গিয়েছে। ৩০-৪০ জন মহিলা, ৬০-৭০ জন পুরুষ ডাক্তার আছেন। শুধু নিজেদের পড়াশোনা নয়, পরিষেবা দেওয়ার স্বার্থে সমস্ত চিকিৎসকের হাসপাতালে ফিরে আসা উচিত। তাই সিআইএসএফ, সিআরপিএফ পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করতে হবে আরজি কর হাসপাতালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*