বাংলার বেশ কয়েকটি জেলায় হু হু করে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রের আরও উদ্বেগ, বাংলায় পঞ্চাশ বছরের কম বয়সীদের মৃত্যুর হার বাড়ছে। এ ব্যাপারে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে দীর্ঘ চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল।
আগরওয়াল চিঠিতে লিখেছেন, “গত চার দিনে পশ্চিমবঙ্গে গড়ে প্রতিদিন ১৬০০ জনকে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। ৯৩ শতাংশ অ্যাকটিভ কেস মূলত কলকাতা, হাওড়া, এবং দুই চব্বিশ পরগনা জেলায় রয়েছে। তা ছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হুগলি নতুন করে হটস্পট হয়ে উঠছে।”
তাই আরোও টেস্টের পরিমাণ বাড়ানোর পরামর্শ কেন্দ্রের।
Be the first to comment