ইডি দফতরে পৌঁছলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। আর্থিক তছরুপ মামলায় শিবসেনা নেতাকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। এই দুর্নীতিতে হাওয়ালার টাকার যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এর আগে ইডির হাজিরা এড়ালেও আজ, শুক্রবার ইডির দফতরে হাজির হলেন সঞ্জয়। সকালে তিনি টুইটে লিখেছিলেন, আজ দুপুর ১২টায় ইডির সামনে হাজির হব। ইডির সমনকে সম্মান করি। তদন্তে সহযোগিতা করা আমার কর্তব্য। শিবসেনা কর্মীদের ইডি অফিসে জড়ো না হওয়ার জন্য আবেদন করছি।
ইডি দফতরে ঢোকার আগে সঞ্জয় বলেন, আমি একজন নির্ভীক মানুষ। জীবনে কোনও ভুল করিনি। এটা যদি রাজনৈতিক চক্রান্ত হয়, তা আমরা পরে জানতে পারব। এই মুহূর্তে, আমি একটি নিরপেক্ষ সংস্থার কাছে যাচ্ছি বলে মনে করছি।’ আমি তাদের সম্পূর্ণ বিশ্বাস করি৷’ এর আগে ইডির তলবকে ‘ষড়যন্ত্র’ বলে বর্ণনা করেছিলেন সঞ্জয় রাউত। টুইটারে শিবসেনা নেতা লিখেছিলেন, ‘ইডি আমায় তলব করেছে। এটা ভাল… আমরা বালাসাহেবের শিবসৈনিক। আমরা অনেক লড়াই লড়ছি। এভাবে আমাদের রোখা যাবে না।’
Be the first to comment