অবশেষে অপেক্ষার অবসান। আর কয়েক ঘণ্টার মধ্যেই উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো।
তবে অভিযোগ, রাজ্যকে আগাম কিছু না জানিয়েই মেট্রো প্রকল্পের উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ রাজ্য। সেই কারণেই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে রাজ্য। আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত স্থানীয় সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক সুজিত বসু ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর।
দীর্ঘ টালবাহানার পরে অবশেষে বৃহস্পতিবার যাত্রা শুরু করছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। বৃহস্পতিবার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের তরফে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রেলের এই সিদ্ধান্তকে রাজনৈতিক অভিসন্ধিমূলক বলে মনে করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে বুধবারই তিনি বলেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। রেলমন্ত্রী থাকাকালীন তিনিই এই প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ তাঁকেই প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল না। মেট্রো প্রকল্প নিয়েও ঘৃণ্য রাজনীতি কেন্দ্রের।
বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্যের তরফে আমন্ত্রিত মন্ত্রী সুজিত বসু, বারাসাতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় রাজ্যের তরফে প্রকল্প উদ্বোধনে কেউ থাকবেন না।
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে শুরুতে জমি নিয়ে একাধিক জটিলতার সৃষ্ঠি হয়। শেষমেশ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের সহযোগিতাতেই যাবতীয় জটিলতার সমাধান হয়। সমস্যা নিয়েপুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে একাধিকবার বৈঠক করেন মেট্রোকর্তারা। দফায় দফায় সেই বৈঠকের জেরেই কাটে জটিলতা।
রেলমন্ত্রী থাকাকালীন প্রথম এই প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অনেক জট কাটিয়ে, দীর্ঘ পথ পেরিয়ে বৃহস্পতিবার যাত্রা শুরু করছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখে প্রকল্প উদ্বোধনের দিন ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে রাজ্য।
প্রাথমিকভাবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো। প্রথম পর্যায়ে করুণাময়ী-সহ ছয়টি স্টেশনে দাঁড়াবে মেট্রো। কয়েক মাসের মধ্যে ফুলবাগান পর্যন্ত তা চালু করা হবে। বৃহস্পতিবার এর সূচনা করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
Be the first to comment