রোজদিন ডেস্ক :- আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। গত ১৯ এপ্রিল ১০২ আসনে প্রথম দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রহর গোনা শুরু এবার দ্বিতীয় দফার ভোটের।
১২ টি রাজ্যের মোট ৮৮ টি আসনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট। ছত্তিশগড়, কর্ণাটক , কেরালা, অসম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা,মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, পশ্চিম বঙ্গ এবং জম্মু ও কাশ্মীর।
দ্বিতীয় দফার এই ভোটের লড়াই এর ময়দানে রয়েছেন একাধিক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। রাহুল গান্ধী, অ্যানি রাজা, শশী থারুর, নবনীত রানা, ওম বিড়লা, হেমা মালিনী, অরুন গোভিল এবং প্রহ্লাদ জোশির মতো প্রবীণ প্রার্থীরা।
দ্বিতীয় দফায় ৮৯ টি আসনে ভোট গ্রহণের ঘোষণা করা হয়েছিল। কিন্তু মধ্য প্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রে বি এস পি প্রার্থী অশোক ভালভির আচমকা মৃত্যুতে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ফলে কালকে ৮৮ টি আসনে ভোট গ্রহণ চলবে।
Be the first to comment