শুরু হল বাম-কংগ্রেস আসন সমঝোতার প্রক্রিয়া । আজ আরএসপির ক্রান্তি প্রেসে আয়োজিত হয় বৈঠক । চলতি মাসের ২৫ ও ২৮ তারিখ ফের বৈঠকে বসবে বাম ও কংগ্রেস নেতৃত্ব । দুই তরফেই চলতি মাসে আসন বণ্টন প্রক্রিয়া শেষ করার ইঙ্গিত দেওয়া হয়েছে । আজ ওই বৈঠকে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বাম শরিক দলের রাজ্য সম্পাদকরাও উপস্থিত ছিলেন । ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।
বৈঠক শেষে অধীর চৌধুরি বলেন , আমাদের বৈঠকে আগামী দিনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে , বাম-কংগ্রেস বা কংগ্রেস-বাম মিলে মিশে একাকার হয়ে গিয়ে নির্বাচনী জোট করতে চলেছি। এই নির্বাচনী জোট নিয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করে দিয়েছি। আমরা যৌথভাবে আন্দোলন করছি। আমরা মনে করছি পশ্চিমবঙ্গে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, অন্যদিকে স্বৈরাচারী শক্তি তৃণমূল। উভয়কে পরাস্ত করতে গেলে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট হিসাবে বাম কংগ্রেস অথবা কংগ্রেস-বাম এক হয়ে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন , সেই লক্ষ্যে আমরা অগিয়ে চলেছি । আসন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে । আলোচনা শান্তিপূর্ণ শুধু নয়, খুবই বন্দুত্বপূর্ণ আলোচনা হয়েছে । অনুকূল পরিবেশে একে অপরের সঙ্গে মতামত বিনিময় করার মধ্যে দিয়ে আলোচনা হয়েছে । এখানে কেউ কারও উপরে কিছু চাপিয়ে দেওয়া আলোচনা নয় কেউ কাউকে নির্দেশ দেওয়ার আলোচনা নয় । আলোচনা আমাদের উভয়ের মানসিকতাকে এক সাথে নিয়ে যাওয়ার আলোচনা ।
বৈঠক শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন , রাজ্যে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসাধ্য করতে, রাজ্যকে সাম্প্রদায়িক হানাহানির হাত থেকে বাঁচাতে, মানুষের মধ্যে যে বিভাজন চলছে তাঁর অবসান ঘটাতে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আমাদের এক সঙ্গে জোট বেঁধে লড়তে হবে । বিজেপি দেশের সবচেয়ে বড় শত্রু । তবে রাজ্যের কথা মাথায় রেখে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যথোচিত ভাবে নির্বাচনী সংগ্রাম পরিচালনা করে জনগণের কাছে কংগ্রেস বামপন্থী , এদের বাইরে যারা আছে তাদের কাছে বাম কংগ্রেসের বোঝা পড়া সুষ্ঠু ভাবে পৌঁছে দিতে হবে ।
সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের আসন বণ্টন নিয়ে অতীতে একাধিকবার আলোচনা হলেও আজই প্রথম বামফ্রন্টের সঙ্গে বৈঠকে বসেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি , প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান বৈঠকে উপস্থিত ছিলেন।
Be the first to comment