আসানসোলে বিজেপি পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Spread the love

সকাল থেকেই উত্তপ্ত আসানসোল লোকসভা উপনির্বাচন। অগ্নিমিত্রা পলের গাড়িতে ভাঙচুরের পর এক বিজেপি পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আসানসোল লোকসভা কেন্দ্রের ১৮২ নম্বর বুথ চিচুড়িয়া কলোনি ভোটগ্রহণ কেন্দ্রে। অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। আক্রান্ত মণ্ডল সভাপতি তথা পোলিং এজেন্ট গৌতম মণ্ডলকে দেখতে হাসপাতালে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

অভিযোগ, বিজেপির পোলিং এজেন্ট হওয়ার জন্য বেধড়ক মারধর করা হয় বিজেপির মণ্ডল সভাপতি গৌতম মণ্ডলকে। বিজেপি পোলিং এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। হাতে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। মারধরের খবর পেয়ে পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ঘটনার পর যোগাযোগ করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বিজেপি কর্মীর স্বাস্থ্যের খবর নেন শুভেন্দু। জখম ব্যক্তির পরিবারকে জানান, আগে চিকিৎসা করা হোক। পরে তিনি আসবেন বলে আশ্বাস দেন।

এদিন সকালে বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রা গাড়িতে ওঠার সময় ফের শুরু হয় বচসা। এরপর অগ্নিমিত্রার গাড়িতে হামলা করা হয়। মারধর করা হয় তাঁর নিরাপত্তারক্ষীদের।

বারাবনির ১৭৫ নম্বর বুথে তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের বক্তব্য, ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছিলেন অগ্নিমিত্রা। তাঁর সঙ্গে একজন সমাজবিরোধীও রয়েছে। এইভাবে অগ্নিমিত্রা ভোটারদের প্রভাবিত করতে পারেন বলে দাবি করে তৃণমূল। রিটার্নিং অফিসারকে ঘটনাটি জানানো হয়েছে বলে জানিয়েছে ঘাসফুল শিবির। বিজেপির অভিযোগ, পাথরবৃষ্টির পাশাপাশি গাড়িতে লাঠি, ঢিল মারা হয়। রক্তাক্ত হন অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষী। তৃণমূলের পাল্টা অভিযোগ, অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীরা তাদের উপর হামলা চালায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*