ইডেন এ কলকাতা বনাম দিল্লী, আই পি এল প্রেমীদের মধ্যে আজ তোলপাড়

Spread the love

রোজদিন ডেস্ক :- আবেগ বড় বিষম বস্তু। কোনো পেশাতেই আবেগের কোনো স্থান নেই। আর প্রশ্ন যদি হয় পেশাদারী ক্রিকেট এর, তাহলে তো নৈব নৈব চ।
আই পি এল এর মত ফ্র্যাঞ্চাইজি লিগ আবার আবেগ কিসের? দুম দাম মারবে, স্কোর করবে ব্যাস।মনে হতেই পারে আই পি এল এ আবার বেশি কিই বা হতে পারে ? ভুল ভাঙবে তখনই যখন জানা যায় ম্যাচ টা কলকাতা বনাম দিল্লী।
কলকাতার আই পি এল প্রেমীদের মধ্যে আজ তোলপাড় করা প্রশ্ন উঠছে আবারো ইডেনে কলকাতার মুখোমুখি সৌরভ, কোনদিকে যাবে সমর্থন? ক্লাব হাউসের নিচে শোনা যাচ্ছে অন্তত হাজার খানেক সৌরভের মুখোশ আজ দেখা যাবে, বিভিন্ন ফ্যান ক্লাবের সদস্যরা এরকম ই ব্যবস্থা করেছে। আবার অন্য দিকে ছেলে আব্রাহাম কে নিয়ে শাহরুখ খান গতকাল ইডেনে ক্রিকেট খেলছিলেন। প্রায় পিঠোপিঠি সময়েই সৌরভ ও শাহরুখ কে ইডেনে দেখা গিয়েছিল। অনুশীলন দেখতে গ্যালারি তে ভালই ভিড় হয়েছিল।
গত ম্যাচে পাঞ্জাব সুপার কিংসের সাথে কে কে আর এর ম্যাচ ঘিরে তেমন উন্মাদনা ছিলনা শহরে।২৬১ তুলেও জিততে পারেনি কে কে আর।১৮ ওভার ৪ বলে পাঞ্জাবের ঐ রান নাকি টি -২০ ক্রিকেট এ সর্বোচ্চ রান তাড়া করে জেতা। বাইপাসের ধারে হোটেল এ কে কে আর এর টিম কি করে শান্তিতে থাকবে সেটাই ভাবার বিষয়।
ইডেনের মাঠের ইঞ্চি ইঞ্চি নখ দর্পণে দিল্লীর ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলির। কাল সন্ধ্যায় আবার দেখা গেলো পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। দিল্লী কপিটালস কি ইডেনের জন্য আলাদা কোনো ছক কোষবে তাহলে?
এখন যা অবস্থা শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতে দিল্লী এখন চনমনে। দিল্লীর টিমে আজ সম্ভবত খেলেছেন জ্যাক ফ্রেজার ম্যাক গার্ক, শাই হোপ, ত্রিস্টান স্ট্যাবস , অক্ষর প্যাটেল, অধিনায়ক ঋষভ পন্থ। বাংলার অভিষেক পোরেল আজ মাঠে নামতে পারে।
কে কে আর এর চিন্তার জায়গা অধিনায়ক শ্রেয়াস আইয়ার। রান পাচ্ছেনা, ঢিমে তালে চলছে। আজও ২০০ টপকাবে বলে ধারণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*