ইতিহাস বিকৃত করা একটি অপরাধ; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভারতীয় ইতিহাস কংগ্রেসে ৭৮তম সম্মেলনে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট ইতিহাসবিদ ইরফান হাবিব, রোমিলা থাপারও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়াতে হবে। এক শ্রেণীর মানুষ যেভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। ইতিহাস বিকৃত করার প্রবণতাকে অপরাধ আখ্যা দেন ও বলেন কিছু মানুষ যেভাবে গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে গডসেকে দেশপ্রেমীর আখ্যা দিচ্ছে, সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এর পাশাপাশি, ইন্ডিয়ান হিস্ট্রি রেকর্ড কমিশনের আদলে তিনি ওয়েস্ট বেঙ্গল রেকর্ডস কমিশন গঠনের কথা ঘোষণা করে তিনি বলেন ভারতীয় ইতিহাস কংগ্রেস ঐতিহ্যময়, চিন্তা ভাবনা আদানপ্রদানের জন্য এক অসাধারন মঞ্চ আমাদের নিজেদের ইতিহাস ভোলা উচিত না, ইতিহাস আমাদের ভবিষ্যতের পাথেয়। তিনি আরো বলেন আমরা যদি নিজেদের ইতিহাস জানি, তবেই আমরা উন্নত ভবিষ্যৎ তৈরী করতে পারব।ইতিহাসই একমাত্র সত্যি। সত্য এবং বাস্তবই ইতিহাসের প্রেরণা। সত্যকে বিকৃত করা উচিত না। গবেষণা করে যে ইতিহাস নথিভুক্ত হয়, তাকে বিকৃত করা ঠিক না।ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেটা ভালো সেটা গ্রহণ করুন, খারাপকে বর্জন করুন।
তিনি বলেন আমি জানি বেশিরভাগ ইতিহাসবিদরাই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আমার কর্তব্য সংবিধানকে সম্মান করা।ইতিহাসকে নতুন করে লেখার এক প্রবণতা দেখা যাচ্ছে। তারাই যদি ইতিহাস লিখবেন তো গবেষণার দরকার কি? ইতিহাসবিদরা কি জন্য আছেন?পরিকল্পনামাফিক ভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে।

কিছু মানুষ গান্ধীজীর দেশপ্রেম নিয়ে সন্দেহ করে আর গডসেকে দেশপ্রেমী আখ্যা দিচ্ছে।বাংলার ঐতিহ্য গৌরবময়। দেশের জাতীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের জন্ম এখানেই। সমাজ সংস্কার হোক বা স্বাধীনতা সংগ্রাম, বাংলার অবদান ছাড়া ইতিহাস অসম্পূর্ণ।আমাদের প্রধান শক্তি হল, বৈচিত্র্যের মধ্যে একতা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও বহুদলীয় গণতন্ত্র।একটি রাজনৈতিক দল ইতিহাসকে নতুন করে লেখা শুরু করেছে। ইতিহাসবিদরা চুপ করে থাকবেন না, যা সত্যি তাই বলুন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাস বিকৃত করলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে।জাতি ও ধর্ম বিদ্বেষের কারণে যখন আমার দেশে আগুন জ্বলে, আমি লজ্জিত বোধ করি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*