ইস্তফা দিলেন কর্ণাটকের স্পিকার রমেশ কুমার

Spread the love

ছবি সৌজন্যে- (এএনআই)

কর্নাটকে বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা দিলেন রমেশ কুমার ৷ সোমবার মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা আস্থা ভোটে জেতার পরেই স্পিকার পদে ইস্তফা দেন তিনি। এদিন আস্থাভোটে ম্যাজিক ফিগার টপকে ১০৬ ভোটে জিতে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করেছে বিজেপি ৷ এদিন রমেশ কুমার ইস্তফা দেওয়ার সময় বিধানসভায় বলেন, আমার তরফ থেকে যদি কোনও ভুল থাকে, ক্ষমা করবেন ৷ আমার মনে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ৷ আমি আমার পদে ইস্তফা দিচ্ছি ৷ আমি এই অফিস ও পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যথাসম্ভব, যথাসাধ্য চেষ্টা করেছি।

প্রসঙ্গত, একদিন আগেই কংগ্রেস ও জেডিএস-এর বিদ্রোহী ১৪ জন বিধায়কের সদস্যপদ খারিজ করেছেন কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার ৷ অধ্যক্ষের পদক্ষেপের জেরে ম্যাজিক ফিগার ১০৫ ৷ ১০৫ বিধায়ক থাকায় আস্থা ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ইয়েদুরাপ্পা ৷ অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন দুই কংগ্রেস ও এক নির্দল সহ ৩ বিধায়ক।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*