আজ জনঔষধি প্রকল্পের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী । সেখানে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে দীপা সাহা নামে এক উপভোক্তা তাঁর উদ্দেশে বলেন, “আমি ঈশ্বরকে দেখিনি কিন্তু আপনাকে দেখেছি ।” তারপরই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী ।
দীপা সাহা নামে এক উপভোক্তা বলেন, “২০১১ সালে অসুস্থ হয়ে পড়েছিলাম । কথা বলতে পারতাম না । রোজ খুব দামি ওষুধ খেতে হত । সংসার চালানোও কঠিন হয়ে গিয়েছিল । তারপর আপনার জনঔষধি প্রকল্পের সুবিধা পাই । আমার ৫০০০ টাকার ওষুধ এখন টাকায় আসে । ৩৫০০০ টাকায় আমি বাকি খরচ চালাই । আপনার কথা শুনে অনেক উৎসাহ পেয়েছি । আজ আমি কথাও বলতে পারছি । আপনাকে অনেক ধন্যবাদ । আমি ঈশ্বরকে দেখিনি, আপনাকে দেখেছি ।”
এরপরই আবেগপ্রবণ হয়ে পড়েন নরেন্দ্র মোদি । দীপাদেবীর লড়াইয়ের প্রশংসা করে বলেন, “দীপাদেবী আপনার এই লড়াই আর চেষ্টাই আপনার ভগবান । এভাবেই আত্মবিশ্বাস রেখে লড়ে যান ।” প্রধানমন্ত্রী আরও জানান, “এখনও অনেক সমস্যা রয়েছে । অল্প দামে ওষুধ পাওয়া যায় বলে অনেকে বিভ্রান্তিও তৈরি করে । তবে এই সমস্ত কিছুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । ভরসা রাখুন এই সমস্ত ওষুধ পরীক্ষিত । কোথাও কোনও ত্রুটি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হয় । এই সমস্ত ওষুধ ভারতেই তৈরি হয় এবং এদেশে থেকে বিদেশে রপ্তানি হয় । আপনারা ভরসা রাখুন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন ।”
Be the first to comment