আল-কায়দা যোগে গতকালই মুর্শিদাবাদের ছ’জনকে জেরা করছেন এনআইএ গোয়েন্দারা।
জানা যাচ্ছে, তার মোবাইল থেকে একাধিক কাশ্মীরির নম্বর মিলেছে। এনআইএ-এর পাশাপাশি এদের প্রত্যেককে বেঙ্গল এসটিএফও জেরা করতে পারে বলে জানা গেছে।
ধৃতদের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে।গোয়েন্দাদের বক্তব্য দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষছিল এই জঙ্গিরা। গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের জেরা করে একটি ফোন নম্বর পায় সেন্ট্রাল আইবি। তার জিপিএস লোকেশন ট্র্যাক করে দেখা যায় মুর্শিদাবাদ থেকে ফোন অপারেট হচ্ছে। এরপরই গ্রেফতার করা হয় তাদের।
Be the first to comment