রোজদিন ডেস্ক :- সন্দেশখালিতে নকল ভিডিও তৈরি করে ভাইরাল করছে দিলীপ মল্লিকের মতো তৃণমূল নেতা। জানা গেছে, তিনি এলাকার অঞ্চল সভাপতি।
ভাইরাল ভিডিও নিয়ে প্রতিবাদ জানিয়ে তুলকালাম শুরু হয়েছে সন্দেশখালিতে। বিজেপি কর্মী গ্রেফতার নিয়ে থানা ঘেরাও করলেন রেখা পাত্ররা। তারপরেই থানা থেকে কিছুটা দূরেই তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে এনে বেধড়ক মারধর করলেন গ্রামের মহিলারা। বিধায়ক সুকুমার মাহাতর সামনেই মহিলারা ক্ষোভ উগরে দেন।
মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের আরো একটি ভিডিও স্টিং অপারেশনে ভাইরাল হয়েছে। সেখানে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে “আরও ১লক্ষ টাকা পেলে আন্দোলন চালানো যাবে।” তাঁকে বলতে শোনা গিয়েছে “ম্যান পাওয়ার আছে, দরকার অস্ত্র,মোবাইল এবং টাকা।৭২ জন মহিলাকে ২ হাজার করে টাকা দেওয়া হয়েছিল ” এমনই বিষ্ফোরক মন্তব্য করেন মন্ডল সভাপতি গঙ্গাধর।
এখানে যে সকল মহিলাদের কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে কেউ কেউ বলছে টাকা দিয়েছে, কেউ আবার বলছে টাকার জন্য নয়, জমি – জায়গা কেড়ে নিয়েছে তাই আন্দোলন করেছি। আন্দোলন কারীদের একাংশ বলছে সব মিথ্যে কথা আমরা টাকার বিনিময়ে আন্দোলন করিনি।
এই ভিডিও নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে ভিন্ন ভিন্ন মত প্রকাশ।
Be the first to comment