উত্তরবঙ্গে বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আলিপুর জানায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগ চলবে উত্তরের পাঁচ জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ক্রমশ উত্তরে হিমালয়ের পাদদেশীয় এলাকায় অগ্রসর হচ্ছে মৌসুমী অক্ষরেখা। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে ভূখণ্ডে। তার ফলে তুমুল বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। শুধু উত্তরবঙ্গ নয় উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্বের একাধিক রাজ্য যেমন সিকিম, অসম, মেঘালয় এইসব রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Be the first to comment