উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। একথা ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। উল্লেখ্য, মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত উত্তরাখণ্ডে বিজেপি-র প্রধান হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিরথ। অতীতে সে রাজ্যের বিধায়কও ছিলেন তিনি। জানা যাচ্ছে, আজই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিরথ। গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাপত্র জমা দেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমে রাওয়াত বলেছিলেন, ‘দল আমাকে রাজ্যের মানুষের সেবা করার জন্য সুবর্ণসুযোগ দিয়েছিল। আমি কখনই ভাবিনি যে এই সুযোগ পাব। দল এখন অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে।’
Be the first to comment