রোজদিন ডেস্ক :- উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় বড়সড় পথদুর্ঘটনা ঘটল। অলকানন্দা নদীতে উল্টে গেল একটি যাত্রী বোঝাই গাড়ি, প্রাণ সংশয়ের আশঙ্কা ১৬ জনের।দুর্ঘটনাগ্রস্থ পর্যটক বোঝাই গাড়িটিতে ১৫-১৬ জন যাত্রী ছিল।দুর্ঘটনাটি ঘটেছে রুদ্রপ্রয়াগ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বদ্রীনাথ হাইওয়ে রতৌলিতে।
উদ্ধার কার্যে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন ও ডিডিআরএফ এর আধিকারিকরা। যেহেতু নদীতে যাত্রী বোঝাই গাড়িটি উল্টে গেছে সে কারণে উদ্ধারকার্য বেশ খানিকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে উদ্ধারকারী দলের কাছে।
এমনিতেই দুর্গম পাহাড়ি এলাকা। পাহাড়ি পথ ধরে ১৫-১৬ জন পর্যটক নিয়ে যাচ্ছিল গাড়িটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। এই গুরুত্বপূর্ণ সড়কে গাড়িটি টার্ন নিতে গিয়ে রাস্তা থেকে অনেক নীচে নদীর মধ্যে পড়ে যায়। তখন যাত্রীরা গাড়ির মধ্যেই ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নদীতে পড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে জল ঢুকে যায়। যাত্রীরা গাড়ির মধ্য থেকে সকলে বেরিয়ে আসতে পারেননি। তবে গাড়ির কিছুটা অংশ উপরে ভেসে থাকে। উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় নদী থেকে গাড়িটি তুলে আনার চেষ্টা চলছে এখনো। যতক্ষণ না গাড়িটি উদ্ধার করা সম্ভব হচ্ছে যাত্রীদের প্রাণ সংশয় থেকেই যাচ্ছে।
Be the first to comment