উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 14 টি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ ১৭০ জন ৷ অপরদিকে, তপোবনের টানেলে আটকে থাকা ১৬ জনের মধ্যে ১২ জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
উত্তরাখণ্ডের চামোলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা । জোশিমঠের কাছে রিঙ্গি এলাকায় সেনার চারটি বাহিনী রয়েছে । আরও দুই বাহিনী প্রস্তুত রাখা হয়েছে । দুটি জেসিবি মেশিন নিয়ে ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্সের কর্মীদের পাঠানো হয়েছে রিঙ্গি এলাকায় । আকাশপথে উদ্ধারের জন্য পাঠানো হয়েছে সেনার চিতা হেলিকপ্টার । প্রস্তুত রাখা হয়েছে, মার্কোস কমান্ডোদেরও । দিল্লি থেকে ১৬ জন মার্কোস কমান্ডো ও মুম্বই থেকে ৪০ জন কমান্ডোকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে উত্তরাখণ্ডের ধসে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুতর আহতদের পরিবারপিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
Be the first to comment