এনআরসি, সিএএ- নিয়ে উত্তাল সারাদেশ। আজ রাজধানীতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করলেন, এই আইন ভারতীয়দের জন্য নয়। এদিন মোদী বলেন, “নাগরিকত্ব সংশোধনী আইন ভারতীয়দের জন্যই নয়। এদেশের হিন্দু, মুসলমান—কাউকেই এই আইনের আওতার মধ্যে পড়তে হবে না। একথা স্পষ্ট করে সংসদেই বলা হয়েছে। তবু কিছু লোক আন্দোলনের নামে সারা দেশে আগুন জ্বালছে। আর পিছন থেকে কিছু লোক তাদের ইন্ধন দিচ্ছে।”
এদিন তিনি আরও বলেন, “এদেশের ১৩০ কোটি মানুষের কাউকেই উৎখাত করা হবে না। এটা নাগরিকত্ব কাড়ার আইন নয়। এটা নাগরিকত্ব দেওয়ার আইন।” রামলীলা ময়দানের সমাবেশে এদিন বলেন, “যারা আন্দোলন করছে, তাদের অনেকে জানেই না কেন আন্দোলন করছে। তারা কি অনুপ্রবেশকারীদের পক্ষে? তারা কি উৎপীড়নের শিকার মানুষগুলিকে নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে?”
Be the first to comment