অমৃতা ঘোষ :- লাগাতার ভারী বৃষ্টিতে দরুন বিপর্যস্ত দিল্লি। একটানা বৃষ্টিতে এখন ভাসছে দিল্লি । বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, গুরুগ্রাম, নয়ডার বিস্তীর্ণ অংশ। আবহাওয়ায় সূত্রে খবর বৃহস্পতিবারও অবিরাম চলবে বর্ষণ। এই প্রবল বর্ষণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। দিল্লিতে নিকাশি নালায় ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক মা ও শিশুর। গুরুগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত আরো ৩। গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে ২ জনের। আবহাওয়া এই খারাপ পরিস্থিতির জন্য ব্যাহত প্রচুর বিমান পরিষেবা। বৃষ্টির কারণে দিল্লিমুখী একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।
প্রবল বৃষ্টিতে পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবার সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে দিল্লি সরকার । দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি মারলেনা বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ‘অতিভারী বৃষ্টির কারণে এবং আগামীকালও অতিবৃষ্টির পূর্বাভাসের কারনে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সব স্কুল বন্ধ থাকবে। বৃষ্টির কারণেই দিল্লির একাধিক জায়গায় জল জমেছে। কোথাও হাটু জল তো কোথাও কোমরের উপরে জল, জমা জলের মধ্যে দিয়েই যাতায়াত করছে যানবাহন , চলছে খুবই ধীর গতিতে। অস্বস্তিকর ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ এবং ফরিদাবাদে। রাজধানীতে একাধিক বাড়ি, দেওয়াল ধসে পড়ারও খবর মিলছে।
Be the first to comment