একদিনে ফের সর্বোচ্চ, সংক্রমিত ৫৭ হাজারেরও বেশি

Spread the love

আবারও রেকর্ড হারে বাড়ল দেশের কোরোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৭ হাজার ১১৭ জন। আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত এটি সর্বোচ্চ। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮-এ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। যা নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬ হাজার ৫১১।

দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। সুস্থতার হারে অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে ভারত। অন্যদিকে, এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৫ হাজার ১০৩।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশে এখন প্রায়দিন ৫০ হাজারেরও বেশি আক্রান্ত হচ্ছে। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। এরাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ লাখ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩২০ জন। তারপরই রয়েছে তামিলনাড়ু। এখানে ২ লাখের গণ্ডি পেরিয়েছে আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 5 হাজার ৮৮১ জন। যা নিয়ে এই রাজ্যে মোট কোরোনা আক্রান্ত ২ লাখ ৪৫ হাজার ৮৫৯ ।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশে । গত ২৪ ঘণ্টা এরাজ্যে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩৭৬ জন। যা নিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৪০ হাজার ৯৩৩। সংক্রমণ বাড়ছে কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও। এদিকে কিছুটা হলেও সংক্রমণ কমেছে দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯৫ জন। এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৮৯৮। সংক্রমণ বাড়ছে গুজরাত, তেলাঙ্গানা, বিহার, ও অসমে।

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৩৬ হাজার। প্রতিদিনই ৭০০-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*