একুশের মঞ্চ থেকে শুদ্ধিকরণের বার্তা দিলেন তৃণমূল নেত্রী

Spread the love

চিরন্তন ব্যানার্জি :- একুশের মঞ্চ থেকে ২৬ এর আগে শুদ্ধিকরণের বার্তা দিলেন তৃণমূলের হাই কমান্ড। এদিন মমতা বলেন, “তৃণমূলে বিত্তবান লোক চাই না। চাই বিবেকবান লোক।” তিনি এও বলেন, “আমরা মানুষের পাহারাদার। আমরা যত জিতব তত দায়িত্ববান হতে হবে। আমরা লোভী হতে চাই না, মানুষের বন্ধু হতে চাই।” ছাব্বিশের ভোটের আগে স্পষ্টতো মমতা বলেন, দুর্নীতির সঙ্গে আপোষ নয়। মানুষকে যারা পরিষেবা দেবে না তাঁদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। এখানেই না থেমে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “পয়সা আসে, চলে যায়। সব পুরসভা, পঞ্চায়েত, এমএলএ, এমপি, প্রধান সবাইকে বলবো, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ যেন কেউ না পায়। যদি কোনও অভিযোগ ওঠে, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেবো। গরিব থাকুন, যা আছে ঘরে, তাই খেয়ে বেঁচে থাকুন। তাহলেই আপনাদের কেউ সরাতে পারবে না।” এদিন মমতা বলেন, ‘‘নির্বাচনের একতরফা আচরণের পরেও লোকসভা নির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে মানুষ আমাদের পাশে থেকেছেন। এজেন্সির ধমকানির পরেও মানুষ আমাদের জিতিয়েছেন।’’ তৃণমূলনেত্রী বলেন, ‘‘আমরা একমাত্র রাজনৈতিক দল, যারা লোকসভায় ৩৮ শতাংশ নির্বাচিত প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি। তাঁরা আমাদের সম্পদ। আমরা দায়িত্বে আসার আগে দারিদ্রসীমার নীচে ছিলেন ৫৭.৬ শতাংশ মানুষ। আমাদের জমানায় তা ৪০ শতাংশ কমে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*