চিরন্তন ব্যানার্জি :- আজ একুশে জুলাই, গোটা রাজ্যের গন্তব্য ধর্মতলা। সকাল থেকেই ধর্মতলা চত্বরে আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আর গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে শুরু হয়েছে মাঝারি ও ঝিরিঝিরি বৃষ্টি। তাই আজ স্বাভাবিকভাবেই একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেইদিকে যেমন সবার নজর থাকবে, পাশাপাশি চোখ থাকছে আবহাওয়ার খবরেও। গত কয়েকদিন মাঝারি বৃষ্টির পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। তাই রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীদের চোখ থাকছে সভাস্থলের পাশাপাশি আকাশের দিকেও।
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে ওড়িশা থেকে ছত্তীসগড়ের দিকে এগোচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের চারজেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে রবিবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই। রবিবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। সকাল ও দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা-সহ দুইবঙ্গে। রবিবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় ২.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে রবিবার ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলেই মনে করছেন হাওয়া বিশেষজ্ঞরা।
Be the first to comment