চেকে লেনদেনের ব্যবস্থা এখনই বন্ধ করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। ট্যুইট করে একথাই স্পষ্ট করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অনলাইন লেনদেনে উৎসাহ বাড়াতেই কেন্দ্রীয় সরকার চেকে লেনদেন বন্ধ করতে পারে বলে সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বলেছে, এমন কোনও প্রস্তাব নেই তাদের কাছে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে নোট বাতিলের পর থেকেই ডিজিটাল লেনদেনের ওপর জোর দিতে থাকে কেন্দ্রীয় সরকার। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর ছড়ায়, ডিজিটাল লেনদেনকে আরও উত্সাহ দিতে কেন্দ্রীয় সরকার এবার চেকে লেনদেনের প্রথা বাতিল করতে পারে। যদিও গোটা ব্যাপারটাই গুজব বলে উড়িয়ে দিয়েছে জেটলির মন্ত্রক।
Virus-free. www.avast.com |
Be the first to comment