কাল শুক্রবার জাতীয় জনগণনা পঞ্জি তথা এনপিআর নিয়ে বৈঠক কেন্দ্রের সেখানে যোগ দেবেনানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পষ্টই জানিয়ে দিলেন তিনি। আজ কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বৈঠক বয়কট করার কথা জানান তিনি। বলেন, বৈঠকে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি পাঠানো হবে না। এজন্য যদি রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হয়, তবু এই বৈঠকে যাব না ৷
সেই সঙ্গে সংঘাতের সুর চড়িয়ে তিনি এও বলেছেন, এজন্য তাঁর সরকার যদি ফেলে দেয় তাও ভি আচ্ছা কিন্তু মুখ্য সচিব বা রাজ্য সরকারের কোনও আমলাই ওই বৈঠকে যোগ দেবেন না। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতা থাকলে আমাদের সরকার ভেঙে দিয়ে দেখাক।
NPR- এর কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বলা সত্ত্বেও তা মানছে না পশ্চিমবঙ্গ, কেরালা সহ কয়েকটি রাজ্য। এবার এই ইস্যুতে রাজ্যগুলোকে নিয়ে ১৭ জানুয়ারি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই চিঠি চলে এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে।
বুধবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে হাজির হন তৃণমূল সুপ্রিমো। ১৭ জানুয়ারির বৈঠক নিয়ে তিনি বলেন, আমি না বললে জানতে পারতেন না। ১৭ তারিখ NPR নিয়ে মিটিং করছে (কেন্দ্রীয় সরকার)। আমি যাব না। আমার রাজ্যের কোনও প্রতিনিধিও যাবেন না।
এদিন নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কটাক্ষ করে মমতা বলেন, এখানে একজন রয়েছেন কেন্দ্রীয় সরকারের মুখপাত্র। তিনি বলবেন তোমার সরকারকে ভেঙে দিলাম। আমি যেটা মানবো না তো মানবো না। ফেডেরাল স্ট্রাকচারে তুমিও নির্বাচিত সরকার, আমিও নির্বাচিত সরকার। তোমার ক্ষমতা তোমার। আমার ক্ষমতা আমার।
Be the first to comment