এনপিআরের জন্য কি কি লাগছে জেনে নিন..
১) নাম ২) লিঙ্গ-পুরুষ/মহিলা ৩) জন্মতারিখ (সাল-সহ) ৪) বিবাহিত/অবিবাহিত ৫) মা/বাবা/স্বামী/স্ত্রীর নাম ৬) শিক্ষাগত যোগ্যতা ৭) বাড়ির অথবা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ৮) পেশা ৯) জন্মস্থান ১০) বর্তমানে যেখানে আছেন তার ঠিকানা ১১) ঠিকানায় বসবাস কত দিন ধরে ১২) স্থায়ী বসবাসের ঠিকানা ১৩) বাড়ি বদলালে তার ঠিকানা ১8) জাতি ১৫) আধার কার্ডের নম্বর (বাধ্যতামূলক), ১৬) ভারতের পাসপোর্টের নম্বর ১৭) ভোটার আইডি কার্ডের নম্বর (নতুন), ১৮) প্যান কার্ডের নম্বর (নতুন নম্বর বাধ্যতামূলক), ১৯) গাড়ির লাইসেন্স নম্বর ২০) মোবাইল নম্বর ২১) মা, বাবার জন্মস্থান ও জন্মতারিখ।
Be the first to comment