এবার একমাসেই মিলবে বাড়ি প্ল্যানের অনুমোদন

Spread the love

বাড়ির প্ল্যান অনুমোদন পেতে সময় নিত ৩৩০ দিন। এবার থেকে সেটা ১১ ভাগ কমে হল মাত্র ৩০ দিন। বাড়ির নকশা অনুমোদন করতে ২৩ ধাপ পেরোতে হত, যা কমে হল নয়। নয় ধাপেই মিলবে বাড়ির ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এমনই যুগান্তকারী পরিষেবা চালু করতে চলেছে কলকাতা পুরসভা।

মেয়র বলেন, এই অনুমোদন চাইতে এবার থেকে আর দলিল বা পুরসভার নথি জমা দিতে হবেনা। কারণ, সবই পুরভবনে জমা করা আছে। অনলাইনে এলবিএসরা সব জমা করবেন। দায়িত্ব স্বীকৃত এলবিএসদের। কেএমডিএ, কেআইটি, বিমানবন্দর থেকে অগ্নিনির্বাপণ, সমস্ত দপ্তর থেকে পুরসভাই অনুমতি জোগাড় করে আনবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*