ভারতবর্ষে করোনা টেস্টের জন্য টেস্ট কিটের অভাব। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সেই অভাব দূর করা যায় তার চেষ্টা করা হচ্ছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। বললেন, এবার ভারতেই তৈরি হবে কোভিড টেস্ট কিট। ফলে আর বিদেশের দিকে চেয়ে থাকতে হবে না।
আজ সাংবাদিকদের তিনি জানান, “মে মাস থেকে ভারতেই আমরা আরটি পিসিইআর টেস্ট কিট তৈরি করতে পারব। সব প্রক্রিয়া একদম শেষ স্তরে রয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অনুমতি পেলেই এই টেস্ট কিট তৈরি শুরু করে দেব আমরা। এতে আমাদের অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। ৩১ মে-র মধ্যে প্রতিদিন আমরা এক লক্ষ টেস্ট করতে পারব। এটাই আমাদের লক্ষ্য।”
Be the first to comment