ওমিক্রনের জের, প্রধানমন্ত্রী মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর আপাতত স্থগিত

Spread the love

বিশ্বের পাশাপাশি ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৮১-তে বেড়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান কার্যালয় সাউথ ব্লক সূত্রে খবর, জানায়ুারি মাসের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী সফর আপাতত স্থগিত করা হচ্ছে। সম্ভবত ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহী যাবেন প্রধানমন্ত্রী।

বছর শেষে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নয়া আতঙ্ক বিশ্বজুড়ে। বিশ্বে শতাধিক দেশে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে বিশ্বে ডমিনেন্ট ভ্যারিয়েন্ট হিসাবে রূপান্তরিত হচ্ছে ওমিক্রন। আমেরিকা, ব্রিটের মত দেশগুলিতে ওমিক্রনের মারাত্মক প্রভাব পড়েছে। ইতিমধ্যেই আমেরিকাতে ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে ডমিনেন্ট ভ্যারিয়েন্ট হিসাবে রূপান্তরিত হচ্ছে ওমিক্রন। ব্রিটেনে রোজ পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তরে সংখ্যা একই সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন।

দেশে ওমিক্রন সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে থাকলে দেশজুড়ে উদ্বেগ ও আশঙ্কা ক্রমেই বাড়ছে। তারমধ্যে বছর শেষে উৎসবের মরসুমে সাধারণ মানুষের সক্রিয় অংশ্রগ্রহণ, সরকারের দুশ্চিন্তা বাড়াচ্ছে। উত্তর প্রদেশ, গুজরাট, মধ্য প্রদেশ, অসমের মত বেশ কিছু রাজ্য নাইট কার্ফুর পথে হেঁটেছে। সোমবার, সংযুক্ত আরব আমিরশাহীর সাতটি আমিরাতে ১ হাজার ৭৩২ টি নতুন ওমিক্রন সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ওমিক্রনের কারণে মারা গিয়েছেন বলেই খবর। করোনা দ্রুত ছড়িয়ে পড়ার কারণে আবু ধাবিতে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। তাই প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ আধিকারিকরা সেই কারণেই আপাতত সফর স্থগিত করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

ওমিক্রন নিয়ে প্রধানমন্ত্রী যথেষ্টই উদ্বিগ্ন। সেই কারণে, বুধবার বিকেল ৪টে নাগাদ মন্ত্রিসভার সকল সদস্যদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে আলোচনা হতে পারে দেশের করোনা ও ওমিক্রন পরিস্থিতি নিয়ে। সূত্রের খবর, সকল কেন্দ্রীয় মন্ত্রীকেই উপস্থিত থাকতে বলা হয়েছে। আগেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, বর্ষশেষের উদযাপনে মন্ত্রীরা যেন কোথাও না যান। তাদের সকলকেই বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। আজকের বৈঠকে যেহেতু করোনা পরিস্থিতি ও আগামী বছরে উত্তর প্রদেশ, পঞ্জাবের মতো রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করা হবে, সেই কারণে সকল মন্ত্রীর মতামতই জানতে চাওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও স্বাস্থ্যমন্ত্রকের বিভিন্ন আধিকারিকরাও উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে।

চলতি মাসেই দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। এক মাসও কাটেনি, এরই মধ্যে দেশের ২১ টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। আক্রান্তের সংখ্যাও প্রায় ৮০০-র কাছাকাছি। ওমিক্রন সংক্রমণ বাড়ার পাশাপাশি দেশের করোনা সংক্রমণও এক ধাক্কায় ৬ হাজার থেকে ৯ হাজারে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৮১। দেশে সর্বাধিক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লি থেকে, সেখানে আক্রান্তের সংখ্যা ২৩৮। এরপরই রয়েছে মহারাষ্ট্র (১৬৭), গুজরাট (৭৩), কেরল (৬৫), তেলঙ্গনা (৬২), রাজস্থান (৪৬)। কর্নাটক (৩৪), তামিলনাড়ু (৩৪), হরিয়ানা(১২)-তেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*