রোজদিন ডেস্ক:- ভোটের প্রচারে ডায়মন্ড হারবারে গিয়ে অভিষেক ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, ”আমি আপনাদের ঘরের ছেলে। ভোট চাইতে নয়, আশীর্বাদ নিতে এসেছি। কথা দিচ্ছি, ফলপ্রকাশের পর সবার আগে আপনাদের কাছেই ফিরে আসব। আপনাদের কথা শুনব।” এবার রেকর্ড ভোটে ফের জনপ্রতিনিধি হয়ে সেই কথাই রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি বুধবার সোশাল মিডিয়ায় নিজের ‘বিরতি’র কথা বলেছিলেন। জানিয়েছিলেন, তিনি ছোট্ট বিরতিতে যাচ্ছেন। মনে করা হচ্ছিল, চিকিৎসার জন্য অভিষেক হয়ত দেশের বাইরে যাচ্ছেন। কিন্তু শুক্রবার আমতলার কার্যালয়ে অভিষেকের উপস্থিত হওয়ার খবর সেই ধারণা খারিজ হয়ে গেল।
কথা দিয়েছেন এতদিন, এবার কথা রাখার পালা। আর প্রথম ধাপ থেকে সেই কাজই শুরু করছেন ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা নির্বাচনে রেকর্ড ৭ লক্ষের বেশি ব্যবধানে ভোটে জিতেছেন তিনি। আর ভোটে জিতে শুক্রবার অর্থাৎ ১৪ জুন তিনি যাবেন নিজের সংসদীয় এলাকায়। আমতলায় সাংসদের কার্যালয়ে ভোটারদের সঙ্গে ‘শুভেচ্ছা বিনিময়’ করবেন। প্রাথমিকভাবে এমনই খবর মিলছে জেলা তৃণমূল সূত্রে। সেইসঙ্গে দলের কর্মীদের সঙ্গে দেখা করে ধন্যবাদজ্ঞাপন করতে পারেন সাংসদ।
Be the first to comment