বুথে কর্তব্যরত আইসিডিএস কর্মীর বাড়িতে ঢুকে মা-বাবাকে ভয় দেখানোর অভিযোগ উঠলো। করিমপুর বিধানসভার পাট্টাবুকা জুনিয়র হাইস্কুলের ঘটনা। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছিল করিমপুরের পাট্টাবুকা জুনিয়র হাইস্কুলের ১২৬ ও ১২৮ নম্বর বুথে। অভিযোগ, সেখানকার বুথকর্মী বাসন্তী দেবনাথের বাড়িতে গিয়ে বয়স্ক মা-বাবাকে হুমকি দিয়ে এসেছে তৃণমূলের লোকজন। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এরপরই ওই পরিবার ভোট দিতে যেতে অস্বীকার করে।
পরে করিমপুর থানার পুলিশ গিয়ে তাদের আশ্বস্ত করে। অন্যদিকে বুথ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত হঠাতে তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী। এলাকায় রুট মার্চও করে তারা। পাল্টা তৃণমূলের অভিযোগ, বাসন্তী দেবনাথ পক্ষপাতিত্ব করে এলাকার তৃণমূল ভোটারদের নাম বাদ দিয়ে দিয়েছেন। ভোটার লিস্টে কাউকে মৃত দেখিয়েছেন, অনেককে স্থানান্তরিত দেখিয়েছেন।
Be the first to comment