ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জন। করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। দেশে এই
পরিস্থিতিতে দেশের সমস্ত বিমা সংস্থাকে নোটিস পাঠাল ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএ)।
প্রসঙ্গত, আইআরডিএ-এর জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের বিমা করা রয়েছে তাঁদের মধ্যে যদি কেউ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তাঁর খরচ বিমা সংস্থাকে বহন করতে হবে।
Be the first to comment