করোনার কোপ ভারতীয় রেলে, প্রতিদিন আক্রান্ত ১০০০ কর্মী

Spread the love

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ। অনেকের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। লকডাউনের কারণে সমস্যা অনেকের বেড়েছে। করোনার কোপ পড়েছে করোনার কোপ ভারতীয় রেলে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ১০০০ কর্মী। ভারতীয় রেল শুধু ভারতে নয়, সারা বিশ্বে সবচেয়ে বড় নিয়োগ সংস্থা। এখানে প্রায় ১.৩ মিলিয়ন কর্মী কাজ করেন।

করোনার ভাইরাস সংক্রমণে এখনও পর্যন্ত ১৯৫২ জন রেলকর্মী প্রাণ হারিয়েছেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনিত শর্মা জানিয়েছেন, “গত বছরের মার্চ থেকে এখনও পর্যন্ত ১৯৫২ রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।” আরও চিন্তার বিষয় রেলওয়েতে প্রতিদিন ১০০০ জন কর্মী কোভিডে আক্রান্ত হচ্ছেন। ভারতীয় রেল এমন এক সংস্থা যেখানে প্রতিদিন কাজের সূত্রে বহু মানুষের যাতায়াত।

এখনও ৪০০০ রেলওয়ে কর্মী এবং তাদের পরিবারের অনেকে হাসপাতালে ভর্তি। সুনিত শর্মা আরও বলেন, “আমাদের নিজস্ব হাসপাতাল রয়েছে এবং আমরা বেড সংখ্যা বাড়িয়েছি। এর পাশাপাশি রেলওয়ে হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। আমরা আমাদের কর্মীদের সুস্থ করে তোলার জন্য সব রকম চেষ্টা করছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*