করোনাভাইরাসে আক্রান্ত হলেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজভবনে পরপর করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, গত ৭ দিন ধরে তিনি নিজেই নিজেকে কোয়ারানটিনে রেখেছিলেন।
গত সপ্তাহে তামিলনাড়ুর রাজভবনের ৮৪ জন কর্মীর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের মধ্যে ছিলেন রাজভবনের দমকল ও নিরাপত্তা বিভাগের কর্মীরাও। তারই জেরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে গত ২৯ জুলাই থেকে নিজেকে কোয়ারানটিনে রেখেছিলেন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। গত কয়েকদিন ধরে নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা-নীরিক্ষা চলেছে। আগের মেডিক্যাল বুলেটিনেও তাঁকে সুস্থ বলে জানিয়েছিলেন ডাক্তাররা। তবে তাঁর সাম্প্রতিক করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর চেন্নাইয়ের আলওয়ারপেটে কাবেরী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
যদিও রাজভবনের তরফে জানানো হয়েছে, আক্রান্ত হওয়া কোনও কর্মীই সম্প্রতি সরাসরি রাজ্যপালের সংযোগে আসেননি।
Be the first to comment