করোনা আক্রান্ত জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, হোম কোয়ারেন্টাইনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, স্বাতী খন্দকারও

Spread the love

ফের এক তৃণমূল বিধায়ক করোনা আক্রান্ত। এবার আক্রান্ত হলেন হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। আর তাঁর রিপোর্ট পজিটিভ আসার পরে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের অনেক নেতা কর্মীই কোয়ারেন্টাইনে গেছেন।

এমনিতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। কোয়ারেন্টাইনে দলের জেলা সভাপতি দিলীপ যাদব, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ও।

স্নেহাশিস চক্রবর্তী আক্রান্ত হওয়ার পরে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের আট জন বিধায়ক করোনা পজিটিভ হলেন। মঙ্গলবারই তাঁর করোনা পজিটিভ বলে জানিয়েছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তার আগের দিন সোমবার আক্রান্ত হন পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভর্তি তিনি।

কয়েকদিন আগেই দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলও করোনা আক্রান্ত হন। সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*