করোনা আবহেই আজ দেশজুড়ে নিট পরীক্ষায় বসছে প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী। তার জন্য বিভিন্ন রাজ্য নানা রকমের বন্দোবস্ত করেছে। পরীক্ষা কেন্দ্র গুলিতে কড়া করা হয়েছে নিরাপত্তা পরীক্ষার্থীদের যাতায়াত থেকে শুরু করে সবদিকে নজর রাখা হচ্ছে।
সুপ্রিম কোর্ট ও কেন্দ্রের নির্দেশ মতো এই পরীক্ষার দায়িত্ব রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির উপর। এই পরীক্ষার জন্য একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে। তার মধ্যে সামাজিক দূরত্ব, মাস্ক ও গ্লাভস পরা, স্যানিটাইজারের ব্যবহারের মতো বিষয়গুলি রয়েছে। জানানো হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর থার্মাল স্ক্রিনিংয়ের পরেই তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে।
তবে যেসব পরীক্ষার্থীর শরীরের তাপমাত্রা বেশি থাকবে, তাদের জন্য আইসোলেশন রুমের বন্দোবস্ত করা হয়েছে। তারা সেখানেই পরীক্ষা দেবে।
Be the first to comment