আজ সকালে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, প্রধানমন্ত্রী আজ বলেছেন, কোথাও খুব বেশি সংখ্যায় আক্রান্ত হলে তাদের যেমন খারাপ বলা যাবে না, কোথাও সংক্রমণ কম ছড়ালে তাদের মহৎ বলাও যাবে না।
এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নতুন ক্যাবিনেট কমিটিই এর পর থেকে গেটা বিষয়টা দেখবে। কমিটির মাথায় থাকবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়াও থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁরা ছাড়া মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবও এই কমিটিতে থাকবেন।
Be the first to comment