কলকাতায় এবার ওমিক্রন আতঙ্ক! কোভিড পজিটিভ ব্রিটেন ফেরত তরুণী

Spread the love

তবে কি আশঙ্কাই সত্যি হতে চলেছে? এবার কি তবে কলকাতাতেও ঢুকে পড়লো ওমিক্রন?ব্রিটেন ফেরত এক কলকাতার বাসিন্দার কোভিড রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরে। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন ১৮ বছরের ওই তরুণী।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে তাঁর RT-PCR টেস্ট করা হয়। আর তাতেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি ওই যাত্রীকে আইসোলেট করা হয়। ইতিমধ্যেই তাঁকে চিকিৎসার জন্য বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর শরীরে ওমিক্রন থাবা বসিয়েছে কিনা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ব্রিটেন ফেরত ওই তরুণীর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার আগে সেই রিপোর্ট না এলে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না বলেই জানিয়েছেন স্বাস্থ্য ভবনের কর্তারা। জানা গিয়েছে, ওই তরুণী আলিপুরের বাসিন্দা। কাতার এয়ারওয়েজের বিমানে ফিরেছেন তিনি। ব্রিটেন থেকে দোহা হয়ে কলকাতায় ফিরেছেন তিনি।

এদিকে, আশঙ্কার খবর, মুম্বইয়ে প্রায় ১০০ জন বিদেশ ফেরত যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এই ‘নিরুদ্দেশ’ বিমানযাত্রীরা মাথাব্যাথা বাড়িয়েছে প্রশাসনের। বিদেশযাত্রীদের উপর বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন। কিন্তু, এরই মধ্যে KDMC- প্রধান বিজয় সূর্যবংশী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ২৯৫ জন বিদেশ ফেরত যাত্রীর মধ্যে ১০৯ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের কিছু জনের ফোন বন্ধ। আবার কয়েকজনের ঠিকানায় গিয়ে দেখা যায়, তাঁদের বাড়িতে তালা দেওয়া।

তিনি আরও বলেন, ‘বিদেশ ফেরতদের থেকে যাতে কোনওভাবেই করোনাসংক্রমণ না ছড়ায় সেজন্য ৭ দিন কোয়ারেন্টাইন থাকা এবং করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছিল। এই যাত্রীদের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু, সেক্ষেত্রে তাঁদের ৭ দিন কোয়ারেন্টাইন থাকা উচিত। এটা সমাজের প্রতি তাঁদের দায়িত্ব। এই ‘নিরুদ্দেশ’ বিদেশ ফেরতরাই চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*