‘সিনার্জি’-র হাত ধরে ৫৫ বছর পর ভারতে জর্জিয়ার নৃত্যশৈলী সুখিসভিলি। কত্থক, ভারতনাট্যম, পুঙ চোলমের মতো ভারতীয় নৃত্যশৈলীর সঙ্গে সুখিসভিলির ফিউশনের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০১৭ ‘সিনার্জি’-র আয়োজন করেছে ইন্দো অক্সিডেন্টাল সিমবায়োসিস, ক্যালকাটা ক্লাব ও বিশিষ্ট অভিনেত্রী-নৃত্যশিল্পী হেমা মালিনীর জয়া স্মৃতি। তাঁর মা জয়া চক্রবর্তীর স্মৃতিতে এই সংস্থা তৈরি করেছেন হেমা। এরই সাংবাদিক সম্মেলনে সোমবার ১১ সেপ্টেম্বর ২০১৭ হেমা মালিনী জানান, তিনি এই অনুষ্ঠান দেখতে আসার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। থাকবেন হেমা মালিনীর স্বামী তথা বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্র-সহ বলিউড ও টলিউডের একঝাঁক সেলিব্রিটি। তাঁর কথায়, ‘সিনার্জি’ কলকাতায় আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। কলকাতা দেশের সাংস্কৃতিক রাজধানী। জর্জিয়ার সঙ্গে আমাদের দেশের নানা নৃত্যশৈলীর পরিবেশনা এখানকার সংস্কৃতিপ্রেমীদের মন জয় করবে বলে আশায় হেমা। সাংবাদিক সম্মেলনে ছিলেন ইন্দো অক্সিডেন্টাল সিমবায়োসিসের কর্ণধার শৌভিক দাশগুপ্ত, তবলাবাদক বিক্রম ঘোষ ও ক্যালকাটা ক্লাবের সভাপতি তমাল মুখোপাধ্যায়।
Be the first to comment