রেল দুর্ঘটনায় রাহুল, খাড়গে, অধীরের শোকজ্ঞাপন, কাঠগড়ায় দাঁড় করানো হলো কেন্দ্রীয় সরকারকে..

Spread the love

রোজদিন ডেস্ক :- আজ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনের ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মৃতদের পরিবারবর্গকে শোকজ্ঞাপন করেন। তিনি লিখেছেন,
“পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের ধাক্কায় অনেক মানুষের মৃত্যুর খবর খুবই দুঃখজনক। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সরকারের উচিত অবিলম্বে সকল ক্ষতিগ্রস্ত বা তাদের পরিবারকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া। কংগ্রেস কর্মীদের ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টায় সম্ভাব্য সব সহায়তা প্রদানের অনুরোধ করা হচ্ছে। মোদী সরকারের অব্যবস্থাপনা ও অবহেলার ফলে গত ১০ বছরে রেল দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আগামী দিনে যাত্রীদের প্রাণহানি ঘটেছে। আজকের দুর্ঘটনা এই বাস্তবতার আরেকটি উদাহরণ – একটি দায়িত্বশীল বিরোধী হিসাবে আমরা এই ভয়াবহ অজ্ঞতা প্রশ্নবিদ্ধ করতে থাকব এবং এই দুর্ঘটনার জন্য মোদি সরকারকে দায়ী করব।”

এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ,তিনি বলেন “এই হৃদয় বিদারক রেল দুর্ঘটনা আমাকে বিস্মিত করে দিয়েছে , এক হাড় হিম করা আতঙ্কের জন্ম দিয়েছে । আমি জানি না এখনো পর্যন্ত এই দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় ঠিক কতো জনের মৃত্যু হয়েছে আর কতো জন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমি মৃতদের পরিজনদের প্রতি আমার গাভীর সমবেদনা প্রকাশ করছি ।
এই দুর্ঘটনার পিছনে থাকা প্রকৃত সত্য সামনে আসার স্বার্থে আমি এক সক্ষম এবং বিশ্বাসযোগ্য সংস্থা দ্বারা এই দুর্ঘটনার পূর্ণ তদন্তের দাবি তে সোচ্চার হচ্ছি।”

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও মোদী নেতৃত্বাধীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেল মন্ত্রকের উদাসীনতাকে দুষেছেন। বিরোধী দল এই দুর্ঘটনার দায় মাথায় নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছে। খাড়গের বক্তব্য, “এক দশক ধরে রেলমন্ত্রকে অব্যবস্থাপনা চলছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের কর্তব্য যে, মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, কীভাবে রেলমন্ত্রককে এই সরকার আত্মপ্রচারের মঞ্চ হিসেবে পরিণত করেছে। মোদী সরকার এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*