মাধ্যমিক পরীক্ষা হল একজন ছাত্রের জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা। কাজেই জীবনের প্রথম পরীক্ষার অনুশীলন কিভাবে হলে তারা বেশি সফল হবে এই নিয়ে বিশেষ চিন্তায় চিন্তিত থাকে ছাত্রছাত্রীরা। সেই সমস্ত কথা মাথায় রেখেই কামারহাটি পৌরসভা আগামী ২৭ ও ২৮ জানুয়ারি করতে চলেছে এক বিশেষ মকটেস্ট। জানা যায় একেবারে মাধ্যমিক প্রশ্নপত্রের ধাঁচেই হবে এই পরীক্ষার প্রশ্নপত্র। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাই তৈরী করবেন এই প্রশ্নপত্র।
বেলঘরিয়া হাই স্কুল ও মহাকালী হাই স্কুল মুলত এই দুটি স্কুলে হবে পরীক্ষা সেন্টার। বহু পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলে জানা যায়।
কামারহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের সচিব ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলার সমীরন দাস জানান- কেবল মাত্র ছাত্রছাত্রীদের বিশেষভাবে মানসিক প্রস্তুতি ও তাদের বিশেষ অনুশীলন দেবার জন্যই এই আয়োজন। এখানে তারা একেবারে বিনা মূল্যে এই পরীক্ষা দিতে পারবে। তিনি আরো বলেন ছাত্র জীবনের প্রথম বড়ো পরীক্ষায় অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রছাত্রীরা। তাই আমাদের এই উদ্যোগ তাদের যথাযথ মানসিক ভরসাও জোগাবে।
জানা যায় গত বছরে এই মকটেস্টে পরীক্ষা দেয় প্রায় ১৬৪৮ পরীক্ষার্থী। এবার সেটা ২০০০ হবে বলে জানান সমীরন দাস।
Be the first to comment