অগ্নিগর্ভ কাশ্মীর, এক সপ্তাহে আগেই কাশ্মীরে মোতায়েন করা হয়েছে ৩৮ হাজার সেনা। গতকাল মধ্যরাতে কাশ্মীরের নেতারা নজরবন্দি করা হয়েছে। ইতিমধ্যেই কাশ্মীর উপত্যকার নানা জায়গায় কার্ফু জারি করা হয়েছে। বন্ধ করা রয়েছে ইন্টারনেট পরিষেবা।
আজই রদ করা হয়েছে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই নিয়ে সোমবার রাজ্যসভায় রাষ্ট্রপতির দেওয়া বিজ্ঞপ্তি পড়ে শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও জম্মু-কাশ্মীর রাজ্য পুনর্গঠন বিল আনা হয়েছে। যেখানে বলা হয়েছে জম্মু-কাশ্মীরকে দু’ভাগ করা হবে। যার মধ্যে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হবে লাদাখ। এবং অপরটি কেন্দ্রশাসিত অঞ্চল হবে জম্মু-কাশ্মীর।
Be the first to comment