কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজও উত্তাল সংসদ

Spread the love

কৃষি আইন নিয়ে বিভক্ত রাজ্যসভা। শাসক দলের সাংসদরা কৃষি আইনের উপকারিতার বুলি আওড়ালেও বিরোধীদের দাবি, আইন প্রত্যাহার করলেই মিলবে সমাধান। তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, সরকার বিভিন্ন স্তরে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিরোধীদলগুলিকে প্রশাসনের অনুরোধ, কৃষক আন্দোলনকে দ্বিতীয় শাহিনবাগে যেন পরিণত না করা হয়।

বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই কৃষি আইনের বিষয়টি আলোচনার জন্য তুলে ধরেন বিরোধী দলের সাংসদরা। সরকারের তরফে বলা হয়, শান্তিপূর্ণভাবে কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য দরজা সবসময় খোলা। একইসঙ্গে বিরোধীদের অনুরোধ করা হয়, দয়া করে এই আন্দোলনকেও যেন শাহিনবাগে পরিণত না করা হয়।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পরই তাঁকে ধন্যবাদ জানিয়ে বিজেপি সাংসদ ভূবনেশ্বর কালিতা বলেন, “তিনটি কৃষি আইনের উপকারিতা ইতিমধ্যেই দেশের ১০ কোটি মানুষ ও ছোট কৃষকদের কাছে পৌঁছেছে। এই আইনে কারোর অধিকার কিংবা কৃষকদের সুযোগ-সুবিধা কেড়ে নেওয়া হয়নি। কৃষিক্ষেত্রে এই পরিবর্তনের মাধ্যমে সরকার কৃষকদের নতুন অধিকার দিয়েছে।”
[1:54 PM, 2/4/2021] Arpan: কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং রেলমন্ত্রী পিযুষ গোয়েলের সঙ্গে কৃষকদের একাধিক দফার আলোচনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “কৃষকদের প্রতি অত্যন্ত সম্মান বজায় রাখে সরকার। যেকোনও বিষয়ে আলোচনা করতে রাজি সরকার। তবে আমার বন্ধুদের কাছে আবেদন, দয়া করে এই আন্দোলনকেও শাহিনবাগের আন্দোলনে পরিণত করবেন না।”

রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “বিভিন্ন স্তরে ব্যর্থ হয়েছে সরকার, এমনকি সংসদের পবিত্রতা রক্ষাতেও ব্যর্থ হয়েছে সরকার। গত বচরের ২০ সেপ্টেম্বর সাতজন সাংসদ কৃষি আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তাঁদের সাসপেন্ড করে দেওয়া হয়।” বিগত দুই মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে যেসকল কৃষকরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট নিরাবতা পালন করার অনুরোধ জানান তৃণমূল সাংসদ। অন্যান্য বিরোধীদলের সাংসদরাও সেই অনুরোধে সাড়া দিয়ে কৃষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গতকালও কৃষি আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্যসভা। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ লালকেল্লায় পতাকা উত্তোলন করার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, “আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই তিনটি কৃষি আইন যেন প্রত্যাহার করা হয়।” প্রজাতন্ত্র দিবসের বিশৃঙ্খলার ঘটনার পর থেকে যেসকল কৃষকরা নিখোঁজ, তাঁদের খুঁজে বের করার জন্যও একটি কমিটি গঠনের অনুরোধ জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*