কৃষি আইন প্রত্যাহার না হলে ২৬ জানুয়ারি কিষান প্যারেড হবে দিল্লিতে

Spread the love

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। শনিবার বিক্ষোভ পড়ল ৩৮ তম দিনে। দফায় দফায় বৈঠকের পরও অনড় কেন্দ্রীয় সরকার। মেলেনি রফাসূত্র। তবে কৃষি আইন বাতিলের দাবি পূরণ না হলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ‘কিষান প্যারেড’-এর হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি।

সাংবাদিক বৈঠকে কৃষক নেতা দর্শন পাল সিং বলেন, ‘প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ হওয়ার পর ট্রাক্টর নিয়ে দিল্লিতে প্যারেড করবেন কৃষকরা। নাম দেওয়া হয়েছে কিষান প্যারেড।’ আসন্ন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*