বৃহস্পতিবার কৃষ্ণনগর ও জয়নগর দুই সভামঞ্চ থেকেই রাজ্যের শাসকদল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। একই সুর বিজেপির মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের গলাতেও। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিকল্প হিসেবে রাজ্যে বিজেপির সভায় এসেছেন স্মৃতি ইরানি। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও নদিয়ার কৃষ্ণনগর দু জায়গাতেই পৌঁছছেন তিনি।
প্রায় বাংলাতেই ভাষণ দিয়ে তাক লাগিয়ে স্মৃতি। সভা থেকেই রাজ্যে শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে কৃষিনীতি নিয়ে বিশদ ব্যাখ্যা দেন স্মৃতি। সরকারি প্রকল্পের সুযোগ নিতে গরিবদের তৃণমূল বাধা দিচ্ছে বলে এদিন অভিযোগ করেন তিনি। স্মৃতি ইরানির বক্তব্যে উঠে আসে জয়নগরের শুটআউট প্রসঙ্গ। থানা সংলগ্ন এলাকায় কী ভাবে একজন বিধায়কের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালাল? প্রশ্ন তোলেন তিনি।
পাশাপাশি এদিনের দুই সভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে ধর্মের নামে স্বৈরাচারের অভিযোগ তোলেন। পাশাপাশি রাজ্যে পরিবর্তনেরও ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
Be the first to comment